সংবাদদাতা, লাউদোহা : ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে মাইথন ও পাঞ্চেত জলাধারের পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকেও প্রচুর জল ছেড়েছে ডিভিসি (DVC)। এই পরিমাণ ধাপে ধাপে আরও বাড়তে পারে। ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান-সহ সাত জেলার। বাঁকুড়ার পার্শ্ববর্তী এলাকাও ভাসার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন-চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকার অজয় নদী তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের প্রশাসন ও পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। প্লাবিত হতে পারে অজয় নদী ও তার পার্শ্ববর্তী এলাকা। তাই এই মুহূর্তে নদীতে নৌকা নিয়ে যেতে এবং নদীর আশপাশে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন, ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনওরকম সমস্যা হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি রয়েছে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের টিম।