চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জন্য সতর্কতা জারি হল দামোদরের নিম্নতীরবর্তী জেলাগুলিতে

Must read

সংবাদদাতা, বর্ধমান : লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জন্য সতর্কতা জারি হল দামোদরের নিম্নতীরবর্তী জেলাগুলিতে। নিম্নচাপের জেরে মাইথন ও পাঞ্চেত জলাধারগুলির আপার ক্যাচমেন্ট এলাকায় অবিরাম বৃষ্টিতে দুটি জলাধার থেকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই পরিমাণ বাড়বে বলে জানায় ডিভিসি। দুর্গাপুর জলাধার থেকেও জল ছাড়া হয়েছে প্রায় ৭০ হাজার কিউসেক। ফলে প্লাবিত হতে পারে দুই বর্ধমান-সহ ৭ জেলা।

আরও পড়ুন-কুলটির যৌনকর্মীদের পুজোর থিম আমাদেরই মাটি আমাদেরই মুখ

পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, জল ছাড়ার খবর মিলতেই প্লাবিত হতে পারে জেলার এমন ব্লকগুলোকে অ্যালার্ট করা হয়েছে। পাশাপাশি ত্রাণ মজুত ও ত্রাণশিবিরগুলিকে প্রস্তত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলির কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কন্ট্রোল রুমের নম্বর ৮০০১১৯২৭৪০/০৩৪২-২৬৬৫০৯২। ব্লক ও মহকুমা স্তরেও খোলা রয়েছে কন্ট্রোল রুম।

Latest article