কুলটির যৌনকর্মীদের পুজোর থিম আমাদেরই মাটি আমাদেরই মুখ

বিষয়টি লক্ষ্য করে যৌনকর্মীদের নিয়েই পাঁচ বছর ধরে পুজোর আয়োজন করা হচ্ছে। এই বছর পুজোর থিম ‘আমাদেরই মাটি, আমাদেরই মুখ

Must read

সংবাদদাতা, আসানসোল : দুর্বার মহিলা সমিতির পক্ষে কুলটির চবকা অঞ্চলের যৌনপল্লিতে পঞ্চমবারের দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে। এলাকার যৌনকর্মীরাই (sex worker) এই পুজোর মূল উদ্যোক্তা। দুর্বার মহিলা সমিতির অন্যতম সদস্য কানাই হাজরা জানান, দুর্গাপুজোয় এই অঞ্চলের যৌনকর্মীরা ব্রাত্য থেকে যেতেন। তাঁদের কোনও মণ্ডপে পুজো দেওয়ারও অধিকার দেওয়া হত না।

আরও পড়ুন-‘অর্থের অপচয়’ জব কার্ড হোল্ডারদের দেখানো হল সেন্ট্রাল ভিস্তা

বিষয়টি লক্ষ্য করে যৌনকর্মীদের নিয়েই পাঁচ বছর ধরে পুজোর আয়োজন করা হচ্ছে। এই বছর পুজোর থিম ‘আমাদেরই মাটি, আমাদেরই মুখ’। ৩ লাখ বাজেটের পুজোয় রাজ্য সরকারের ৭০ হাজার অনুদান পাওয়ায় আয়োজনে অনেকটাই সুবিধা হবে বলে জানান পুজো উদ্যোক্তারা। পুজোর চারদিন যৌনকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে আনন্দ উপভোগ করবেন। তবে এই পুজোয় যৌনপল্লির আশপাশের স্থানীয় মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Latest article