‘অর্থের অপচয়’ জব কার্ড হোল্ডারদের দেখানো হল সেন্ট্রাল ভিস্তা

তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দায়িত্ব নিয়ে এই ঘুরিয়ে দেখানোর কাজটি করেছেন। তাঁরাই ভারতমণ্ডপম ও সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নতুন পার্লামেন্ট ভবন ঘুরিয়ে দেখান সকলকে

Must read

আজ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া জব কার্ড হোল্ডারদের (Job card Holder) দিল্লির প্রশাসনিক ভবন নতুন সেন্ট্রাল ভিস্তা (Central Vista) প্রকল্পের সামনে নিয়ে যাওয়া হয়৷ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দায়িত্ব নিয়ে এই ঘুরিয়ে দেখানোর কাজটি করেছেন। তাঁরাই ভারতমণ্ডপম ও সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নতুন পার্লামেন্ট ভবন ঘুরিয়ে দেখান সকলকে।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারের হয়ে খেলতে শহরে আসছেন রোনাল্ডিনহো

সেখানে দাঁড়িয়ে জব কার্ড হোল্ডারদের জানান, তাদের বাড়ির কাঁচা ছাদ, থাকার জায়গা নেই, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার কোটি-কোটি টাকা খরচ করছে এই কাজে৷ যে পার্লামেন্ট বছরে ১০০-দিনও বসে না, সেটার জন্য বিপুল অঙ্কের টাকা খরচ করা হচ্ছে৷ এদিকে বাংলায় বাড়ির দেওয়াল ভেঙে পড়ে শিশু মারা যাচ্ছে, টাকা না দিয়ে এখানে পার্লামেন্ট বানানো চলছে৷

আরও পড়ুন-জঙ্গল সাফারিতে বাতিল পুরনো জিপসি

এই মর্মে এদিন তৃণমূল কংগ্রেসরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘জব কার্ড হোল্ডারদের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প ঘুরিয়ে দেখিয়ে দেখানো হয়েছে, কী ভাবে কেন্দ্রীয় সরকার তাঁদের টাকা না দিয়ে কোটি-কোটি টাকা খরচ করে পার্লামেন্ট ভবন তৈরি করেছে৷’

Latest article