জঙ্গল সাফারিতে বাতিল পুরনো জিপসি

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, যদি পুরনো গাড়িতে পর্যটকদের বিপদ হয়, তার দায় পড়বে বন দফতরের ওপর। তাই এই ব্যবস্থা।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিচ্ছে বন দফতর। জঙ্গল সাফারিতে বাতিল করে দেওয়া হচ্ছে পুরনো জিপসি গাড়ি। বহু পুরনো জিপসি গাড়িগুলি অনেক বছর ধরে বক্সার জঙ্গলে পর্যটকদের জঙ্গল সাফারি করায়। বেসরকারি পর্যটন ব্যবসায়ীরা মূলত এই গাড়িগুলোর মালিক। তাঁরাই বন দফতরের অনুমতিসাপেক্ষে পর্যটকদের তাঁদের গাড়িতে বন ভ্রমণ করান। আর এই কারণেই বক্সায় চলাচল করা ৩০টি জিপসি গাড়ি নতুন করে ফিটনেস না পাওয়ায়, তাদের বসিয়ে দিয়েছে বন দফতর।

আরও পড়ুন-সাত বছরের প্রসাদ গড়ছে দুর্গা প্রতিমা

যার ফলে পর্যটকদের জঙ্গল সাফারি করার জন্য এই মুহূর্তে ফিট জিপসি গাড়ির সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছে পাঁচে। বন দফতরের এক নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, বাতিল করে দেওয়া ৩০টি গাড়ির মালিকদের এখন বিএস-সিক্স স্ট্যান্ডার্ডের নতুন জিপসি কিনতে হবে। কিন্তু জিপসি প্রস্তুতকারী গাড়ি নির্মাণ সংস্থা বর্তমানে জিপসি গাড়ি উৎপাদন বন্ধ করে দিয়েছে। ফলে পুরনো জিপসির মালিকরা চাইলেও নতুন জিপসি গাড়ি কিনতে পারছেন না। যদিও বন দফতরের পক্ষ থেকে বিকল্প হিসেবে মারুতির তৈরি ‘জিমি’ অথবা পেট্রোল চালিত যে কোনও বিএস-সিক্স স্ট্যান্ডার্ডের নতুন গাড়ি কেনার ছাড় দেওয়া হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, যদি পুরনো গাড়িতে পর্যটকদের বিপদ হয়, তার দায় পড়বে বন দফতরের ওপর। তাই এই ব্যবস্থা।

Latest article