দুবাই, ৪ সেপ্টেম্বর : আইপিএল আবহের মধ্যেই প্রস্তুতি চলছে টি-২০ বিশ্বকাপের। ১৭ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ১৪ নভেম্বরের ফাইনাল সহ টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাই ও শারজায়।
আইপিএলে এবার গ্যালারিতে পঞ্চাশ শতাংশ লোক ঢোকার অনুমতি ছিল। বিশ্বকাপে একইভাবে মাঠে হাজির থেকে প্রিয় দলকে সমর্থন জানাতে পারবেন ফ্যানেরা। জানা গিয়েছে বিশ্বকাপে গ্যালারিতে সত্তর শতাংশ দর্শকের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু ওমানের পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে প্রাথমিক পর্যায়ের খেলা করা যাবে কিনা তা দেখা হবে। রবিবার ওমানের উপকূলবর্তী অংশে সাইক্লোন ‘শাহিন’ আছড়ে পড়েছিল। রাজধানী মাসকাটে এক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে বিশ্বকাপের প্রাথমিক পর্যায়ের খেলা। আইসিসি এক বার্তায় জানিয়েছে, মাসকাটের অল আমিরাত স্টেডিয়ামে তিন হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিন্তু সমস্যা হল, ঝড়-বৃষ্টির জন্য উপকূলবর্তী ওমান সিটিতে এখন জল জমে গিয়েছে। সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিমান পরিষেবাও ব্যহত হয়েছে। এই অবস্থায় ১০ অক্টোবর থেকে বিশ্বকাপের প্রাথমিক পর্বের ম্যাচগুলো কিভাবে করা যায়, তা নিয়ে ভাবতে হচ্ছে আইসিসিকে।
আরও পড়ুন : জিতেও স্লো উইকেট নিয়ে তোপ মর্গ্যানের
ভারতে কোভিড পরিস্থিতি উদ্বেগজনক চেহারা নেওয়ায় বিশ্বকাপ মরুদেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিসিসিআই যেহেতু এই টুর্নামেন্টের আয়োজক, তাই তারা আইসিসির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রেখে বিশ্বকাপের আয়োজন করছে। আইসিসি জানিয়েছে, অতিমারির মধ্যে এই অঞ্চলে বিশ্বকাপই হবে সবথেকে বড় ইভেন্ট। আরব আমিরশাহির সব ভেনুতে সত্তর শতাংশ সমর্থকের মাঠে ঢোকার অনুমতি থাকছে। আইপিএলে ইতিমধ্যেই মাঠে প্রবেশের অনুমতি পেয়েছেন দর্শকরা। তবে আইসিসি-র দাবি বিশ্বকাপে আরও বেশি লোক হবে মাঠে।