জিতেও স্লো উইকেট নিয়ে তোপ মর্গ্যানের

Must read

দুবাই, ৪ অক্টোবর : সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে প্রবলভাবে ফিরেছে কেকেআর। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নাইটরা আপাতত চার নম্বরে। তবে কেকেআরে সঙ্গে শেষ চারে ওঠার লড়াইয়ে রয়েছে আরও দু’টি দল। মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। দুটো দলই ১২ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটে এগিয়ে রয়েছে নাইটরা।

আরও পড়ুন : জলমগ্ন দক্ষিণবঙ্গ, লড়ছে প্রশাসন

সানরাইজার্সের বিরুদ্ধে ৬ উইকেটে দারুণ জয় পেলেও, মন্থর পিচ নিয়ে রীতিমতো বিরক্ত মর্গ্যান। বিপক্ষকে মাত্র ১১৫ রানে আটতে রাখলেও, ম্যাচ জেতার জন্য ১৯.৪ ওভার ব্যাট করতে হয়েছিল নাইটদের। মর্গ্যান বলছেন, ‘‘টার্গেট ছোট ছিল। তবে এই পিচে রান তাড়া করা মোটেই সহজ ছিল না।’’ নাইটদের নেতা আরও যোগ করেছেন, ‘‘পেশাদারদের যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। আমরা সেটা করতে পেয়েছি।

আরও পড়ুন গড় শূন্য, তৃণমূল কংগ্রেসের প্রশংসায় অধীর

এদিকে, নাইটদের জয়ে নায়ক শুভমান গিল আবার জানাচ্ছেন, এই পিচে রান তাড়া করে জেতার জন্য হাতে উইকেট মজুত রাখা জরুরি ছিল। ৫১ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেওয়া শুভমানের বক্তব্য, ‘‘এই পিচে স্পিনারদের খেলা মোটেই সহজ ছিল না। তাই হাতে উইকেট রাখতে চেয়েছিলাম। যাতে শেষ দিকে প্রয়োজনে দ্রুত রান তোলা যায়।’’

Latest article