প্রতিবেদন : ভয়াবহ বন্দুক হামলা উত্তর জার্মানির (Shooting- Germany) হামবুর্গ শহরের এক গির্জায়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই হামলা হয়। দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে (Shooting- Germany) ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়ছেন ২৫ জন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা সংকটজনক। তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। হামবুর্গ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শহরের কিংডম হল অফ জেহবাস উইটনেস সেন্টারে এই হামলা হয়েছে। প্রার্থনা চলাকালীন এই হামলা হয়। হামলাকারীরা বেশ কয়েকজন ছিল বলে অনুমান। মৃতদের মধ্যে এক হামলাকারীও আছে। হামলার পরে ওই এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আততায়ীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সতর্ক করে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অকারণে বাড়ির বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষকে গুজব না ছাড়ানোর জন্য অনুরোধ করেছে পুলিশ। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিনতলা ওই বাড়িটিতে বৃহস্পতিবার একটি জমায়েত ছিল। সেখানে বেশ কয়েকজন নিয়মিত বাইবেল সংক্রান্ত আলোচনাসভায় যোগ দিতে আসতেন। বৃহস্পতিবার রাতে সেই আলোচনাসভা চলাকালীনই হামলা চলে।
আরও পড়ুন: অনবদ্য আলিয়া