প্রতিবেদন: নৈনিতালের বেতালঘাটে সোমবার গভীর রাতে ২০০ ফুট গভীর খাদে পড়ে গেল পর্যটক বোঝাই গাড়ি। প্রাণ হারালেন ৮ জন। ৭ জনই নেপাল থেকে আসা পর্যটক। আহত হয়েছেন আরও ২ জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
আরও পড়ুন-ফের বিস্ফোরক নির্মলার স্বামী, মোদি ফিরলে দেশের হাল হবে মণিপুরের মতো
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৭ পর্যটক নেপালের মহেন্দ্রনগরে থাকতেন। সকলেই পেশায় শ্রমিক বলে জানা গিয়েছে। মৃত গাড়ির চালক রাজেন্দ্র কুমার অবশ্য স্থানীয় বেতালঘাটেরই বাসিন্দা। বেতালঘাট থেকে টনকপুর যাওয়ার পথে তাঁরা রামনগর হয়ে যাচ্ছিলেন। এই সফরের মাঝেই তাদের গাড়ি পড়ে যায় ২০০ মিটার গভীর নয়ানজুলিতে। উদ্ধারের কাজে দ্রুত ঘটনাস্থলে পৌছে যান বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। তবে অন্ধকারে খাদে নেমে কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছিল।