বাংলায় নয়া ৮ মেডিক্যাল কলেজ

তার মধ্যে বাংলার আটটি মেডিক্যাল কলেজ রয়েছে। তবে দেশের অন্য রাজ্যের মতো এ রাজ্যের মেডিক্যাল কলেজগুলিও বেসরকারি।

Must read

প্রতিবেদন : বাংলার পাশাপাশি দেশের মেডিক্যাল শিক্ষা ব্যবস্থার জন্য সুখবর। দেশে চলতি বছরে ১১২টি মেডিক্যাল কলেজ চালু হবে। তার মধ্যে বাংলার আটটি মেডিক্যাল কলেজ রয়েছে। তবে দেশের অন্য রাজ্যের মতো এ রাজ্যের মেডিক্যাল কলেজগুলিও বেসরকারি।

আরও পড়ুন-নির্মলার স্বামীর মন্তব্যে অস্বস্তিতে বিজেপি, নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি

একমাত্র ব্যতিক্রম খড়গপুর মেডিক্যাল কলেজ। রাজ্যে অন্যান্য নতুন মেডিক্যাল কলেজগুলির মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় দু’টি করে এবং পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের একটি করে কলেজ। এছাড়াও আসন বাড়ছে একাধিক মেডিক্যাল কলেজে। ফলে আগামী শিক্ষাবর্ষে রাজ্যে এমবিবিএস আসন সংখ্যা বেড়ে হচ্ছে প্রায় ৬ হাজার। সম্প্রতি ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest article