দায়িত্বজ্ঞানহীন রেল, দার্জিলিঙে ভেসে গেলেন ৮ শ্রমিক, মৃত ১

Must read

স্মিতা খাওয়াস, দার্জিলিং: প্রবল দুর্যোগে বিপর্যস্ত শৈলশহর। জনজীবন স্তব্ধ। তা সত্ত্বেও রংপোর কাছে মামখোলায় অবিবেচকের মতো কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল আইটিডিসিএল-এর সেবক-রংপো রেল প্রকল্পের।

আরও পড়ুন: বিজেপির অনাস্থা-চক্রান্ত ভেস্তে দিল তৃণমূল

রেল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন কাজের ফল ভুগতে হল শ্রমিকদের। প্রবল বৃষ্টি ও বোল্ডারের ধস নামায় নদীতে জলোচ্ছ্বাস হয়। তাতেই ভেসে যায় তীরবর্তী শ্রমিক-শিবির। জলের তোড়ে ভেসে যান আটজন শ্রমিকও। স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে সিকিম ও কালিম্পংয়ে হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে ধ্যানসিং ভাণ্ডারী নামে বছর ৩৫-এর এক শ্রমিককে সকাল সাড়ে ছ’টা নাগাদ কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ধ্যানসিংয়ের বাড়ি নেপালে। বাবার নাম শের সিং ভাণ্ডারী। নিখোঁজ পাঁচজন শ্রমিকের খোঁজে জোরদার তল্লাশি চলছে।

আরও পড়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় থেকে সমতল , মৃত ১০

দুর্যোগ মোকাবিলা দল ডাবগ্রাম থেকে ঘটনাস্থলের দিকে গিয়েছে উদ্ধারকাজের জন্য। শিলিগুড়ি থেকে স্নিফার ডগও পাঠানো হয়েছে। এদিকে, ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য যান-চলাচল ব্যাহত হয়। সিকিম পুলিশকেও বলা হয়েছে গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়ার জন্য।

Latest article