আরবিআই থেকে উধাও ৮০০ কোটি, শহরে তল্লাশি

রিজার্ভ ব্যাঙ্কের সেই টাকা কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে তা জানতেই চলে এই তল্লাশি।

Must read

প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে কয়েক হাজার কোটির ৫০০ টাকা নোট উধাও। সেই ঘটনার তদন্তে নেমে এবার কলকাতায় তল্লাশি অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সকাল থেকে নিউটাউন, দত্তাবাদের একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন-কর্ণাটকের গুদামে শস্যের বস্তার নিচে আটকে ১০ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

তল্লাশি চলছে ব্যাঙ্ককর্মীদের বাড়ি বাড়ি। রিজার্ভ ব্যাঙ্কের সেই টাকা কোন কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে তা জানতেই চলে এই তল্লাশি। গত জুন মাসে আরটিআইয়ের মাধ্যমে জানা যায়, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে কয়েক হাজার কোটির ৫০০ টাকার নোট উধাও হয়ে যায় রিজার্ভ ব্যাঙ্কের টাঁকশাল থেকে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তদন্তে নেমে এবার সেই নোটের হদিশ পেতে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি শুরু করল সিবিআই। সেসব টাকা একাধিক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। সেসবের হদিশ পেতেই সিবিআই তল্লাশি। সোমবার সকাল থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান।

Latest article