হাইকোর্টের রায়কে মান্যতা দল রাজ্য কমিশন (state election commission)। ২২ কোম্পানি থেকে একধাক্কায় ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (central force) চাইল রাজ্য নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল।
আরও পড়ুন-জলপাইগুড়ি মেডিক্যালে ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর
জানা যাচ্ছে বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের জন্য আরও ৮০০ কোম্পানি বাহিনী কমিশনের তরফে চাওয়া হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়াতে হবে। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ৮২৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল । আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৩-র থেকে বাহিনী কম হলে চলবে না।
২২টি জেলার ভোটের জন্য যে ২২ কোম্পানি বা ১৭০০ জওয়ান পর্যাপ্ত নয়, জানিয়েছিলেন প্রধান বিচারপতি। একদিনে নির্বাচন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে বলেও বলেন তিনি। হাইকোর্টের তরফে বেশি বাহিনী চাইতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল । সেই সময় শেষ হওয়ার আগেই আরও ৮০০ কোম্পানি বাহিনী চাইল কমিশন।
আরও পড়ুন-ছাত্র মৃত্যু খড়গপুর IIT-তে
প্রসঙ্গত গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ২২ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন জানানো হয়। বাহিনী পাঠানোর কথা জানিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করে সুষ্ঠ নির্বাচন সম্ভব কি না প্রশ্ন উঠতেই সেই সংখ্যা বাড়িয়ে দিল কমিশন।