আমূল কন্যার চোখে জল, প্র্রয়াত তার শ্রষ্ঠা

রিবন বাঁধা নীল কালো চুল, সাদার উপরে লাল ছোপের ফ্রক পরা এই মেয়েটি মানুষের খুব কাছের হয়ে উঠেছিল অল্প সময়ের মধ্যেই।

Must read

জনপ্রিয়তায় শীর্ষে আমূল গার্ল। ৮০ বছর বয়সে প্রয়াত হলেন এই আমূল গার্লের (Amul girl) নির্মাতা। তিনিই ‘আমুল গার্ল’কে দেশজুড়ে পরিচয় করিয়ে দিয়েছেন। মঙ্গলবার মুম্বইয়ে মৃত্যু হল সিলভেস্টার ডাকুনহার (Sylvester DaCunha)। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (আমুল) এর এমডি জয়েন মেহতা টুইট করে এই দুঃসংবাদ জানিয়েছেন। ১৯৬৬ সালে আমুলের ‘আটারলি বাটারলি’ বিজ্ঞাপন দিয়ে প্রথম আমুল গার্লকে প্রকাশ্যে এনেছিলেন ডাকুনহা। রিবন বাঁধা নীল কালো চুল, সাদার উপরে লাল ছোপের ফ্রক পরা এই মেয়েটি মানুষের খুব কাছের হয়ে উঠেছিল অল্প সময়ের মধ্যেই।

আরও পড়ুন-মান্যতা রায়কে, ৮২২ কোম্পানি বাহিনী চাইল নির্বাচন কমিশন

জয়েন মেহেতা টুইট করে জানান, ‘আপনাদের অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই ডাকুনহা কমিউনিকশনের চেয়ারম্যান সিলভেস্টার ডাকুনহা মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন ভারতীয় বিজ্ঞাপন শিল্পের পথিকৃত। আমুল পরিবার এখন শোকের মধ্যে ডুবে রয়েছে।’ ‘আমুল গার্ল’ আমুলের একান্ত নিজস্ব ম্যাসকট। আমুল আসলে এমন একটি ম্যাসকট তৈরির বিষয়ে ভাবছিল, যা বাড়ির মা এবং শিশুদের নজর কাড়বে। তখনই এই ভাবনার বিষয়ে সামনে আনেন সিলভেস্টার ডাকুনহা। তাঁর ভাবনার উপর ‘আমুল গার্ল’ তৈরী হয়। বিশ্বের ইতিহাসে খুব কম বিজ্ঞাপন আছে, যেটি ৬৬ বছর ধরে মানুষের মনে একটানা জায়গা করে রয়েছে এবং এখনও জনপ্রিয়তা তুঙ্গে। উল্লেখ্য ২০১৬ সালে এই আমূল গার্ল কনসেপ্ট ৫০ বছর পূর্ণ করে।

Latest article