‘ওয়ান ইজটু ওয়ান লড়াই হবে’ বিরোধী দলগুলির মেগা বৈঠকে যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

লোকসভা নির্বাচনের আগে পটনার এই বৈঠক অ-বিজেপি শক্তিগুলির লড়াই আরও মজবুত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা

Must read

বিরোধী দলগুলির আজ মেগা বৈঠকে যোগ দিতে পাটনায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাটনায় লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের আগে লালু প্রসাদের পরিবারের হাতে বাংলার তরফ থেকে উপহার তুলে দেন তিনি। লালু প্রসাদের পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও মধুবনী শিল্পের বিশেষ উপহার দেন। তেজস্বীর স্ত্রীর জন্য এদিন বিশেষ উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানান, তেজস্বীর বিয়েতে যেতে পারেননি, তাই এই উপহার এনেছেন।

আরও পড়ুন-আমূল কন্যার চোখে জল, প্র্রয়াত তার শ্রষ্ঠা

এদিন তেজস্বী যাদব জানান, ‘আপনি পাটনা আসায় জোটের বৈঠক সাফল্য পেল।’ মমতা বন্দোপাধ্যায় উত্তরে বলেন, “আপনার শরীর কেমন আছে? আমি সকলের জন্য উপহার এনেছি। বাংলার মিষ্টিও এনেছি।” রাবড়ি দেবী বলেন, “মধুবনী শিল্প বিখ্যাত। এটা আপনার জন্য।”

আরও পড়ুন-মান্যতা রায়কে, ৮২২ কোম্পানি বাহিনী চাইল নির্বাচন কমিশন

উল্লেখ্য বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকের দিন ১২ জুন ঠিক হয় কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধি সেই সময় থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত আগামিকাল ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়েছে।

আরও পড়ুন-জলপাইগুড়ি মেডিক্যালে ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর

লোকসভা নির্বাচনের আগে পটনার এই বৈঠক অ-বিজেপি শক্তিগুলির লড়াই আরও মজবুত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক আয়োজনের ব্যাপারে নীতীশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কিন্তু বিরোধীদের একজোট করতে তৃণমূল বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। প্রসঙ্গত আপ, সমাজবাদী পার্টি, জেডিইউ, আরজেডির সমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস।

Latest article