কমিশনের কাজ নিয়ন্ত্রণ করতে পারে না সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন: আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা কীভাবে নির্বাচন কমিশনের (ECI- Supreme Court) মতো অন্য একটি সাংবিধানিক কর্তৃপক্ষের কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পারি? শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনও নির্দেশ জারি করা যাবে না। বুধবার এক পর্যবেক্ষণে একথা স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ভিভিপ্যাট মামলার রায় দান স্থগিত রাখল শীর্ষ আদালত (ECI- Supreme Court)। বুধবার দুপুরে হাজির হতে বলা হয়েছিল নির্বাচন কমিশনের আধিকারিকদের। তাদের কাছ থেকে টেকনিক্যাল কিছু বিষয় জানতে চান বিচারপতিরা। তা জানার পর রায়দান স্থগিত রাখা হয়। মামলাকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের বক্তব্য, জালিয়াতির সম্ভাবনা রুখতে ভিভিপ্যাট স্লিপ সংগ্রহ করে ব্যালট বক্সে ফেলার ব্যবস্থা করা উচিত।

আরও পড়ুন-মহিষাদলে আজ মুখ্যমন্ত্রীর সভায় জনপ্লাবন ঘটাতে তৃণমূলের চ্যালেঞ্জ

Latest article