প্রতিবেদন : রাজ্যে এবার পুরোদস্তুর আয়ুষ টেলিমেডিসিন পরিষেবা শুরু হচ্ছে। রাজ্যের ২২ জেলায় এই টেলি মেডিসিন পরিকাঠামো তৈরি করতে প্রায় ৮৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই ওইসব জেলার স্বাস্থ্য অধিকর্তাদের বরাদ্দ পাঠিয়ে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে স্বাস্থ্য দপ্তর একটি আদর্শ আচরণ বিধি এবং নির্দেশিকা প্রকাশ করেছে। উল্লেখ্য রাজ্যে ১৫ হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজে হাত দেওয়া হয়েছে। জানা গিয়েছে এইসব সুস্বাস্থ্য কেন্দ্রতে ধাপে ধাপে টেলিমেডিসিন পরিষেবা শুরু করা হবে। যেখানে আয়ুষ টেলিমেডিসিন পরিষেবার জন্য সমান্তরাল পরিকাঠামো ও ব্যবস্থাপনা তৈরি করা হবে।
আরও পড়ুন-ডিএলএডে এবার উত্তরপত্রে কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন হবে
গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে ইতিমধ্যেই বিরাট পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ১১৪টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে পাঁচ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এই টাকায় ওই উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বিশিষ্ট সুস্বাস্থ্যকেন্দ্র বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার হিসেবে গড়ে তোলা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-যাদবপুর-কাণ্ডে কারণ দর্শানোর নোটিশ
রাজ্যের সমস্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ধাপে ধাপে সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। চলতি আর্থিক বছরে এই খাতে সর্বাধিক বরাদ্দ পেয়েছে পুরুলিয়া জেলা। সেখানকার স্বাস্থ্য কেন্দ্রগুলির মান উন্নয়নে ৫৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পুরুলিয়া জেলাকে দেওয়া হয়েছে ৪০ লক্ষ ৫০ হাজার টাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলাকে বরাদ্দ করা হয়েছে ৩৬ লক্ষ টাকা। বাকি ১৭টি জেলাকে ২২ লক্ষ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে। রাজ্যে মোট ১০ হাজার ৩০০-র বেশি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ধাপে ধাপে এর প্রত্যেকটিকে সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…