২০২২ সালে বিশ্বে নিহত ৮৬ সাংবাদিক

Must read

প্রতিবেদন : ২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৮৬ জন সাংবাদিক খুন হয়েছেন (86 Journalists Killed in 2022)। নিহত সাংবাদিকের সংখ্যাটা বিগত তিন বছরের তুলনায় গত বছর অনেকটাই বেড়েছে। ইউনেস্কো তাদের সাম্প্রতিক রিপোর্ট এই তথ্য প্রকাশ করেছে। একই সঙ্গে সাংবাদিক খুন হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো।

তবে শুধু এই আন্তর্জাতিক সংস্থা নয়, বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠনের তরফেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দেশের সাংবাদিক সংগঠনের তরফে বলা হয়েছে, সাংবাদিক খুনের সংখ্যা বৃদ্ধিই একমাত্র উদ্বেগের কারণ নয়। ২০২২ সালে (86 Journalists Killed in 2022) এমন অনেক দেশে বহু সাংবাদিক খুন হয়েছেন যেখানে যুদ্ধবিগ্রহ, জাতি বা ধর্মীয় সংঘাতের কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-লালন শেখ মামলায় সিবিআইয়ে ৪ সাসপেন্ড, এবার অভিযোগের যথার্থতা প্রমাণিত

ইউনেস্কোর রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০১৮ সালে সাংবাদিক খুনের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। ওই বছর গোটা বিশ্বে ৯৯ জন সাংবাদিক খুন হন। তারপরের তিন বছরে সাংবাদিক খুন হওয়ার সংখ্যাটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছিল। ২০১৯ থেকে ২০২১, এই তিন বছরে গড়ে ৫৮ জন সাংবাদিক খুন হন। ২০২২ সালে সেই সংখ্যাটা একলাফে বেড়ে ৮৬ হয়েছে। মৃত সাংবাদিকদের মধ্যে অর্ধেকের বেশি খুন হয়েছেন লাতিন আমেরিকার দেশগুলিতে। সর্বাধিক ১৯ জন খুন হন মেক্সিকোতে। খুনের কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে, চোরাচালান, মাদক পাচার, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কলম ধরার কারণেই খুন হতে হয়েছে বহু সাংবাদিককে। লক্ষণীয় হল, কর্মরত অবস্থায় খুন হওয়া সাংবাদিকের সংখ্যা কম। বাড়িতে থাকাকালীন বা ছুটি কাটানোর সময় বেশিরভাগ সাংবাদিককে নিশানা করা হয়েছে। গত বছর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে মারা গিয়েছেন ১০ জন সাংবাদিক।

Latest article