প্রতিবেদন: একটি ত্রাণবিলি অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮৭ জনের। জখম হয়েছেন বহু মানুষ। এই ঘটনাটি ঘটেছে ইয়েমেনের রাজধানীর সানার ওল্ড সিটি এলাকায়। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে আর্থিক পরিস্থিতি একেবারেই বেহাল। চরম দারিদ্র্যের কারণে মানুষ সেখানে না খেতে পেয়ে প্রাণ হারাচ্ছে। সে কারণেই ইদের আগে হতদরিদ্র মানুষগুলিকে ত্রাণসামগ্রী দেওয়ার কাজ চলছিল।
আরও পড়ুন-বিবাহে মানসিক বন্ধনই আসল, মত চন্দ্রচূড়ের
বিভিন্ন ধরনের খাবার ও কিছু নগদ অর্থ সংগ্রহের জন্য কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। এক সময় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ত্রাণসামগ্রী ফুরিয়ে যাওয়ার আগে তা সংগ্রহ করার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭। হতাহতদের মধ্যে বড় অংশই মহিলা ও শিশু। আহতদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।
আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের তিন মাসের মধ্যে রেশন কার্ড দেওয়ার সুপ্রিম নির্দেশ
ইতিমধ্যেই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের দিকেই ব্যর্থতার অভিযোগ উঠেছে। অনেকেই মনে করছেন, বিপুল সংখ্যক মানুষকে সামলানোর জন্য যে ধরনের ব্যবস্থা করা উচিত ছিল তা করা হয়নি। তবে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, স্থানীয় প্রশাসনকে না জানিয়ে এই ত্রাণ বিলি চলছিল। সে কারণেই সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।