দায়রা কোর্টেও ধাক্কা খেলেন রাহুল

মোদি রাজ্যের আদালতে ফের বড় মাপের ধাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Must read

প্রতিবেদন: মোদি রাজ্যের আদালতে ফের বড় মাপের ধাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মানহানির মামলায় নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুরাতের নগর দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল। কিন্তু সেখানেও তাঁকে বিফল হতে হল। ফলে রাহুলের এখনই সাংসদ পদ ফেরত পাওয়ার কোনও সম্ভাবনা রইল না। উল্লেখ্য, অপরাধমূলক মানহানির মামলায় ২৩ মার্চ রাহুলকে দুবছরের কারাদণ্ড দিয়েছিল সুরাতের নিম্ন আদালত।

আরও পড়ুন-ইয়েমেনে ত্রাণসামগ্রী নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৮৭ জন

সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই রাহুলকে তাঁর সাংসদ পদ হারাতে হয়। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই নগর দায়রা আদালতে গিয়েছিলেন রাহুল। কিন্তু বৃহস্পতিবার বিচারক পি মোগেরা নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন। তবে নগর দায়রা আদালতের এই নির্দেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করতে পারেন রাহুল। তবে আইনজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, এদিনের রায় প্রত্যাশিত। কারণ বিচারক পি মোগেরা একসময় অমিত শাহর আইনজীবী হিসেবে কাজ করেছেন। বিজেপির সঙ্গে তাঁর সখ্যতা সর্বজনবিদিত। তাই রাহুলকে তাঁর সাংসদ পদ থেকে দূরে রাখতে মোগেরা যে এ-ধরনের রায় দেবেন তাতে অবাক হওয়ার কিছু নেই।

Latest article