উপপ্রধান-সহ ৯ সদস্যের তৃণমূলে যোগ

ভাঙল ভেটাগুড়ির বিজেপি পঞ্চায়েত

Must read

প্রতিবেদন : কোচবিহারের মানুষ যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে। সন্ত্রাস আর অনুন্নয়নের ফলে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়ার। তারপর ভেটাগুড়ির মানুষ দুর্নীতির অভিযোগে বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন আগেই। এবার তৃণমূলে যোগ দিলেন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মন-সহ ৯ জন সদস্য।
শুক্রবার সকালে জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তাঁরা তৃণমূলে যোগ দেন। এর ফলে ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৫। তৃণমূলে (TMC) যোগ দিয়ে দীপক বর্মন বলেন, বিজেপির পাপের বোঝা আর বইতে না পেরে উন্নয়নের সাক্ষী হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে গুন্ডারাজ চলত। যাঁরা বিজেপিতে ছিলেন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন প্রধান যোগ না দিলেও আমরা তাঁকে বাধ্য করব পদত্যাগ করতে।

আরও পড়ুন- ট্রেন বাতিলে অব্যবস্থা, ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

এদিন একই সঙ্গে মাথাভাঙা-২ নং ব্লকের পাড়াডুবি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পূর্ণিমা বর্মন-সহ, পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডল ও নমিতা বর্মন, অখিল সরকার ও বেশ কিছু
বুথ সভাপতি, দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ছিল ১০, বিজেপির ১২। এখন তৃণমূল ১৩, বিজেপি ৯। আরও বেশকিছু বিজেপি পঞ্চায়েত এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করবেন। খুব শিগগিরই নতুন গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম ঘোষণা করা হবে।

Latest article