প্রতিবেদন : বিহারে পূর্ণিয়া জেলায় (Purnia District in Bihar) এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। শুক্রবার মাঝরাতে একটি স্করপিও (Scorpio Fell into a Pond) গাড়ি রাস্তা থেকে গড়িয়ে পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই গাড়িতে কমপক্ষে ১০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে মাত্র দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। দুর্ঘটনায় পড়া গাড়িটি তারাবাদী থেকে কিসানগঞ্জের দিকে যাচ্ছিল। মাঝপথে কাঞ্জিয়া গ্রামে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে এগিয়ে আসে। খবর পেয়ে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে ন’টি দেহ উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই গাড়ির যাত্রীরা তারাবাদী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকেই কিসানগঞ্জের নানিয়া গ্রামে ফেরার সময় দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনও কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পূর্ণিয়া-কিসানগঞ্জ রাজ্য সড়কের ধারে কাঞ্জিয়া গ্রামে একটি পুকুরের (Scorpio Fell into a Pond) মধ্যে পড়ে যায়।
আরও পড়ুন: নাগাল্যান্ড-কাণ্ডে পুলিশের চার্জশিটে নাম ৩০ সেনার