দিল্লির হাসপাতালে আগুন, মৃত এক

Must read

প্রতিবেদন : ভয়াবহ আগুন দিল্লির রোহিণীর ব্রহ্মশক্তি হাসপাতালে (Fire In Delhi Brahm Shakti Hospital)। শনিবার ভোরে এই আগুন লাগে। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় একজন রোগীর মৃত্যু হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে দমকল কর্মীদের অনুমান, শটসার্কিট থেকে আগুন লেগেছে। সম্ভবত হাসপাতালের আইসিইউ রুমের শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের তার থেকেই এই আগুন ছড়িয়েছে। হাসপাতালের (Fire In Delhi Brahm Shakti Hospital) অগ্নিনির্বাপণ ব্যবস্থাও যথাযথ ছিল না। সে কারণে আগুন এমন ভয়াবহ রূপ নিয়েছে। ঘটনার সময় হাসপাতালের আইসিইউতে ৬ জন রোগী ছিলেন। তাঁদের মধ্যে একজন অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। বাকিদের অবশ্য দমকলকর্মীরা দ্রুত বের করে আনেন। তবে প্রবল ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তাঁরা সকলেই চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দমকল সূত্রে খবর, শনিবার ভোর পাঁচটা নাগাদ এই আগুন লাগে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলেও পরে আরও ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় রীতিমতো উত্তেজিত রোগীর পরিবারের আত্মীয়রা। তাঁদের প্রশ্ন, আগুন লাগার পরেও কেন ভেন্টিলেশনে থাকা রোগীকে বের করে আনা হল না?

আরও পড়ুন: নাগাল্যান্ড-কাণ্ডে পুলিশের চার্জশিটে নাম ৩০ সেনার

Latest article