বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত কমপক্ষে ১০ জন শ্রমিক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে তামিলনাড়ুর (Tamil Nadu Blast) বিরুধুনগর জেলার ভেম্বকোট্টাই এলাকায়। গুরুতর আহত ৭ জন। ঘটনায় অভিযুক্ত কারখানার মালিক ও ম্যানেজারের খোঁজ করছে স্থানীয় পুলিশ।
বিরুধুনগরের (Tamil Nadu Blast) বেসরকারি বাজি কারখানায় দুপুরের দিকে ফ্যান্সি বাজির মশলা মেশানোর কাজ চলছিল। সেই সময়ই সেই ইউনিটে বিস্ফোরণ হয়। ভেঙে পড়ে তিন চারটি ঘরও। স্থানীয় বাসিন্দা ও কর্মীদের অনুমান মশলা মেশানোর সময় মানুষের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: গাড়ি নিয়ে শিশুকে পিষে দিল মদ্যপ বিএসএফ কর্মী, চাঞ্চল্য চাপড়ায়
তামিলনাড়ির বিরুধুনগর ও উত্তরপ্রদেশের শিবকাশি গোটা দেশের সারা বছরের বাজির চাহিদার ৯০ শতাংশ পূরণ করে থাকে। তামিলনাড়ুতে বাজি প্রস্তুতকারক সংস্থাকে লাইসেন্স পেতে ও কারখানা চালাতে পরিবেশ দফতরের সব ধরনের নিয়ম পালন করতে হয়। তবে লাইসেন্স থাকলেও দুর্ঘটনাগ্রস্থ কারখানার কাজের পদ্ধতি ও কর্মীদের নিরাপত্তার দিকটি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। শনিবারও প্রশ্ন ওঠে মশলা মেশানোর ইউনিটে একসঙ্গে দুজন থাকতে পারেন। সেখানে প্রায় আটজন কী করছিলেন। ঘটনায় মৃত ১০ জনের পরিবারকে ৩ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইতিমধ্যেই কারখানার মালিক ও ম্যানেজারের নামে অভিযোগ দায়ের করে একটি মামলাও শুরু হয়েছে।