গাড়ি নিয়ে শিশুকে পিষে দিল মদ্যপ বিএসএফ কর্মী, চাঞ্চল্য চাপড়ায়

Must read

চরম নৃশংসতা নদিয়ার চাপড়ায় (Chapra- BSF)। মদ্যপ বিএসএফ কর্মীর গাড়ির চাকার তলায় পিষে প্রাণ গেল সাত বছরের শিশুর। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে শিশুর পরিবার। ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বিএসএফ। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে বিএসএফ-এর অত্যাচারে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা কতটা সংকটের মুখে, উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা তার উদাহরণ।

আরও পড়ুন: রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালিতে

নদিয়ার চাপড়ার (Chapra- BSF) হৃদয়পুর সীমান্ত এলাকার বাসিন্দা রিঙ্কু পাতিদার কাজ সেরে বাড়ি ফিরে দেখা করেন নিজের হাসিখুশি ছোট্ট মেয়ে আরোহী সিংহ হাজারির (৭) সঙ্গে। মায়ের সঙ্গে দেখা করে শুক্রবার ঠাকুমার হাত ধরে সরস্বতী ঠাকুর দেখতে বেরোয় শিশুটি। রাস্তায় উঠতেই তাকে পিষে দেয় বিএসএফ-এর একটি গাড়ি। সঙ্গে সঙ্গে তাকে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

শিশুটির মা রিঙ্কু বিএসএফ-এর ৮২ ব্যাটেলিয়নেরই কর্মী। তাঁর দাবি, সহকর্মী সঞ্জীব কুমার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই গাড়িতেই পিষ্ট হয় মৃত্যু হয় তাঁর মেয়ের। তাঁর দাবি অভিযুক্ত বিএসএফ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বিএসএফ এখনও এই ঘটনার দায় স্বীকার বা কোনও শাস্তির পথে যায়নি। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

Latest article