আজ, সোমবার তামিলনাড়ুর (Tamil Nadu)আরিয়ালুর জেলায় এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৯ জনের মৃত্যু হয়েছে। রীতিমত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৫। আজ সকালে বিস্ফোরণের ঘটনায় তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দেখেন ঝলসে গিয়েছে বেশ কয়েকজন।
আরও পড়ুন-দাবি মানতে বাধ্য হলেন রাজ্যপাল, ৩ সপ্তাহ সময় দিলেন অভিষেক, তুলে নিলেন ধর্না
পুলিশ সূত্রে খবর, বাজি কারখানায় বিস্ফোরণ এর তীব্রতা এতটাই ছিল যে ওই গোটা এলাকা কেঁপে ওঠে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভিরাগালুর হ্যামলেট এলাকার ভেট্রিয়ুর গ্রামে বেসরকারি বাজি প্রস্তুতকারী সংস্থা ছিল। অনুষ্ঠান এবং মন্দিরে পুজোপার্বণ উপলক্ষ্যে এখানে বাজি তৈরি হতো। বাজি কারখানায় আগুন ও তার ফলে এভাবে বিস্ফোরণের ঘটনায় চারদিকে ছিটকে পড়েছে একাধিক দেহ। দমকলের একাধিক ইঞ্জিন এখানে এসে অনেক চেষ্টায় আগুন নেভায়। আরিয়ালুর এবং পেরামবালুর জেলা থেকে দমকল যায়। পাঁচজনকে তাঞ্জাভুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-শ্রমজীবী মহিলাদের নিয়ে কাজ, অর্থনীতিতে নোবেল পেলেন ক্লাডিয়া গোলডিন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই দুর্ঘটনার জন্য মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা, গুরুতর জখমদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এসএস শিবশঙ্কর এবং সিভি গণেশন ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। রিপোর্ট তৈরি করার কথাও রয়েছে তাদের।