শ্রমজীবী মহিলাদের নিয়ে কাজ, অর্থনীতিতে নোবেল পেলেন ক্লাডিয়া গোলডিন

Must read

অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেলেন ক্লাডিয়া গোলডিন (Claudia Goldin)। রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে অর্থনীতি বিজ্ঞানে ২০২৩-এর নোবেল পুরস্কার প্রাপক হিসাবে ক্লাডিয়ার নাম ঘোষণা করা হয়। মহিলাদের শ্রম উন্নয়নে দিশা দেখানোর স্বীকৃতি হিসাবেই নোবেল পেলেন তিনি।

কর্মক্ষেত্রে নারীশ্রমের ভূমিকা নিয়ে বহুদিন ধরেই গবেষণা করছেন ক্লাডিয়া। বিভিন্নভাবে মহিলারা যে আর্থিক বৈষম্যের শিকার তাও উঠে এসেছে তাঁর গবেষণায়। একই কাজে পুরুষরা যা বেতন পান, মহিলারা তার তুলনায় কম বেতন পান। এ নিয়ে প্রায় ২০০ বছরের তথ্য সংগ্রহ করেছেন ক্লাডিয়া। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনীতি ও সমাজের চেহারা কেমনভাবে বদলেছে তাও তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন- তরুণীর নগ্ন মৃতদেহ নিয়ে জঙ্গিদের প্যারেড! ইজরায়েলে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা আতঙ্কিত

অর্থনীতিতে একাধিক পরিষেবামূলক কাজের চাহিদা বাড়ার পর মহিলাদের কাজ কতটা বেড়েছে সেদিকটিও তুলে ধরেছেন ক্লাডিয়া গোলডিন (Claudia Goldin)। এই গবেষণার নিরিখেই নোবেল পুরষ্কারে সম্মানিত হলেন তিনি। তৃতীয় মহিলা হিসাবে অর্থনীতিতে নোবেল গোলডিন। নোবেল পুরস্কারের ইতিহাসে ১০০০তম প্রাপক হিসাবে লেখা হল এই মার্কিন অর্থনীতিবিদের নাম।

Latest article