বঙ্গ

গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভেঙে মৃত ৯, আহত ১২, দ্রুত উদ্ধার

*এফআইআর, গ্রেফতার প্রোমোটার
*শোকজ ৩ ইঞ্জিনিয়ার
*নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা করে সাহায্য
*উদ্ধারের সময় রাজনীতি করবেন না, বিরোধীদের বললেন অভিষেক

প্রতিবেদন : নির্মীয়মাণ বহুতল হুড়মুড়িয়ে (Garden Reach Building Collapse) ভেঙে মর্মান্তিক পরিণতি হল ঝুপড়িবাসীদের। রবিবার গভীর রাতে গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জিপাড়া লেনে ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতল। ধ্বংসস্তূপে চাপা পড়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। সোমবার সকালেই কপালে সেলাই নিয়ে ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদারকি করেন উদ্ধারকার্যের। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। জানান, যাদের বাড়ি ভেঙেছে, তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। একইসঙ্গে নির্দেশ দেন, এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই প্রশাসন কড়া ব্যবস্থা নেয়। গার্ডেনরিচ-কাণ্ডে গ্রেফতার করা হয় প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে। পুরসভার তিন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে বার্তা দেন, যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন রাজনীতির সময় নয়, দুর্গতদের পাশে দাঁড়ানোর সময়। রাজনীতি করার জন্য অনেক সময় পড়ে আছে। সকলে মিলে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। তা সত্ত্বেও যাঁরা রাজনীতি করছেন করুন, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব দুর্গতদের জন্য।
মুখ্যমন্ত্রী গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে যান আহতদের দেখতে। তিনি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা (Garden Reach Building Collapse) ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারারাত ধরে ঘটনাস্থলে ছিলেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যান। মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও দমকলমন্ত্রী সুজিত বসু, সাংসদ মালা রায় ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতিতে দমকলকর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালান। ফিরহাদ হাকিম জানান, বাম আমল থেকে এখানে বেআইনি নির্মাণ হয়ে আসছে। তখন বহুতল নির্মাণের জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি পেতে সমস্যা হত। এখন আমরা পদ্ধতি অনেক সহজ করে দিয়েছি। বেআইনি নির্মাণ অনেক কমেছে। এদিকে গার্ডেনরিচের ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন— আকবর আলি (৩৪), রিজওয়ান আলম (২৩), মহম্মদ ওয়াসিক (১৯), হাসিনা খাতুন (৫৫), সামা বেগম (৪৪), মহম্মদ ইমরান (২৭), রমজান আলি (৬০), নাসিমুদ্দিন শেখ (২৪) ও শেখ আবদুল্লা (১৯)।

আরও পড়ুন: পড়ুয়াদের সঙ্গে বসন্তোৎসবে মাতলেন মন্ত্রী

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

60 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago