পড়ুয়াদের সঙ্গে বসন্তোৎসবে মাতলেন মন্ত্রী

উৎসবে শামিল হন অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারাও। তাঁদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে মাতলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

Must read

সংবাদদাতা, হাওড়া : অভিনব বসন্তোৎসব হাওড়ায়। রবিবার শিবপুরের বালিটিকুরির আটচালার মাঠে পড়ুয়ারা নাচে-গানে, আবৃত্তিতে বসন্তোৎসব পালন করল। বাদ গেল না সংখ্যালঘু ছাত্রছাত্রীরাও। উৎসবে শামিল হন অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারাও। তাঁদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে মাতলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

আরও পড়ুন-স্টেট ব্যাঙ্ককে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য জানাতে হবে বৃহস্পতিবারের মধ্যেই

মন্ত্রীকে সামনে পেয়ে কচিকাঁচাদের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যায়। এতে যোগ দেন এলাকার বহু মানুষও। মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন, এটাই বাংলার আসল চিত্র। যেখানে সবাই একসঙ্গে সমস্ত উৎসবে শামিল হন। বালিটিকুরির এই বসন্তোৎসবেও সেই ছবিই ফুটে উঠেছে। স্থানীয় ‘স্বপ্ননীড়’-এর উদ্যোগে এলাকার ৪টি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা জানান, স্থানীয় আমিনা খাতুন প্রাথমিক বিদ্যালয়, সদানন্দ মিশন হাইস্কুল, বিএস মেমোরিয়াল ও সবুজ সংঘ কেজি স্কুলের প্রায় ৫০০ ছাত্রছাত্রী এদিনের বসন্তোৎসবে যোগ দিয়েছিল। এদের মধ্যে অনেকেই সংখ্যালঘু। সবাই একসঙ্গে বসন্তোৎসব পালন করে। উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী মনোজ তিওয়ারিও।

Latest article