খামে খামে ৭.৫ লক্ষ, ফের সেই বিজেপি, কোথায় ইডি?

Must read

প্রতিবেদন : ফের ভোটের মুখে টাকা উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে। উত্তরবঙ্গের পর এবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)। মাঝে খড়গপুরের বিজেপি নেতার হোটেল থেকে পাওয়া গিয়েছিল লক্ষ লক্ষ টাকা। এবারও ধৃত বিজেপি নেতা। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের খেজুরি। নাকা চেকিংয়ে ধরা পড়ে। ওই নেতা স্বীকার করেছে কাঁথির বিজেপি পার্টি অফিস থেকে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বিলি করার জন্য।
বুধবার নাকা চেকিং চলছিল ১১৬বি জাতীয় সড়কে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের ইড়িঞ্চি ব্রিজের কাছে। সেই সময় একটি এসি গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই গাড়ির এক যাত্রীর কাছ থেকে মেলে ৭ লক্ষ ৪৫ হাজার টাকা। কয়েকটি সাদা খামের ভিতর দশ হাজার টাকা করে ঢোকানো অবস্থায় ছিল ওই টাকা। এছাড়াও ছিল পোলিং এজেন্টদের নানা প্রয়োজনীয় কাগজপত্র, বিজেপির পতাকা ইত্যাদি। সেসবও আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। আটক ইন্দ্রজিৎ দাস কাঁথির বিলাসপুরের বাসিন্দা। তিনি পুলিশকে জানান, ব্যাগে কত টাকা আছে জানেন না। সপুদা নামে এক ব্যক্তি তাঁকে ওই টাকা দিয়েছে। টাকা নিয়ে তিনি হেঁড়িয়া যাচ্ছিলেন ব্যাগটি একজনকে দেওয়ার জন্য। কিন্তু যাকে ব্যাগ দেওয়া হবে তার নাম তিনি নাকি জানেন না। খেজুরি ১ ব্লকের ফিশারি দফতরের আধিকারিক নন্দন বর্মন বলেন, ‘ওই টাকা আমরা সিজ করেছি। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সব টাকা কাঁথি ট্রেজারি অফিসে পাঠানো হচ্ছে। আটক ব্যক্তি কাঁথির বিজেপি পার্টি অফিস থেকে এই টাকা নিয়ে আসছিলেন বলে জানিয়েছেন।’ কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, ‘বিজেপি জানে মানুষের ভোটে হেরে যাবে। তাই টাকা ছড়িয়ে ভোট প্রভাবিত করে জেতার অপচেষ্টা করছে। এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।’ পুলিশি জেরায় ধৃত ব্যক্তি জানান, কাঁথির বিজেপি পার্টি অফিস থেকে টাকার প্যাকেট নিয়ে খেজুরির বিভিন্ন বুথ সভাপতি এবং দলীয় কর্মীদের বণ্টনের জন্য নিয়ে যাচ্ছিলেন। টাকার পাশাপাশি পাওয়া গেছে তার কাছ থেকে বিজেপির ফ্ল্যাগ ও পোলিং এজেন্টের ফর্ম ও কাগজপত্র। সবটাই সিজ করেছে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ভোটের মুখে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খেজুরিতে।

আরও পড়ুন-যাদবপুরের অধ্যাপকদের পদোন্নতি

Latest article