সিগন্যালিং সমস্যার জের, দক্ষিণেশ্বরগামী মেট্রো চলছে থেমে থেমে

Must read

বৃহস্পতিবারের সকাল থেকে মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বরগামী ট্র্যাকে দেরিতে চলছে ট্রেন (Kolkata Metro)। প্রতি স্টেশনে ১০ থেকে ১৫মিনিট করে গাড়ি দাঁড়িয়ে থাকছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রো রুটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই সমস্যা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এদিন সকালে মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। এরপর আপ (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) এবং ডাউন লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর) যখন মেট্রো (Kolkata Metro) চলাচল শুরু হয়, তখন দেখা যায় স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছে না। বিদ্যুৎ বিভ্রাটের জন্য তা সিগন্যালে ঠিক মতো পৌঁছতে পারছে না। ফলে গোলযোগ তৈরি হয়। যদিও পরিষেবা ঠিক রাখতে ম্যানুয়ালি সিগন্যালিংয়ের মাধ্যমে ট্রেন চালানো হচ্ছে।

আরও পড়ুন- খামে খামে ৭.৫ লক্ষ, ফের সেই বিজেপি, কোথায় ইডি?

মেট্রোযাত্রীরা বলছেন সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। বেলা গড়াতেও দুর্ভোগের মীমাংসা হয়নি। ঠিক কী কারণে সমস্যা তা নিয়ে এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দেওয়া হয়নি। স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করা হচ্ছে, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। অফিস টাইমে এইভাবে প্রতি স্টেশনে মেট্রো থমকে যাওয়ায় কাজে যেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প হিসেবে বাস বা ট্যাক্সির রাস্তায় হেঁটেছেন।

Latest article