‘কোলের ছেলে’ হিরণকে নিয়ে এবার গদ্দারকে তুলোধনা দেবের

Must read

ষষ্ট দফায় ভোট ঘাটালে। তার আগেই তৃণমূল প্রার্থী দেব (Dev) ধুয়ে দিলেন গদ্দার অধিকারীকে। শুভেন্দুকে কটাক্ষ করে দেব লিখেছেন, “ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো”। এখানেই শেষ নয় দেব আরও লিখেছেন, “আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও..।”

ট্যুইটের ক্যাপশনে দেব (Dev) আরও লিখেছেন, হিরন যদি পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়ে থাকে তাহলে সেও কি গরু চোর? সেই সঙ্গে কড়া সুরে বলেছেন, আমার ভদ্রতা কিন্তু দুর্বলতা নয়।

আজ সকালে টুইট করে গদ্দার লিখেছেন ‘দেবের কীর্তি’। তাতে দেখা যাচ্ছে, আরণ্যক ট্রেডার্স থেকে দু’দফায় ২৫ লক্ষ টাকা করে কাউকে দেওয়া হয়েছে। আর একটি ডায়েরিতে লেখা রয়েছে , দেব মোবাইল ৭২ হাজার টাকা। দেব ঘড়ি ৪ লক্ষ ৬০ হাজার টাকা। এরই পাল্টা দিয়ে গদ্দারকে ধুয়ে দিয়েছেন দেব।

আরও পড়ুন- সিগন্যালিং সমস্যার জের, দক্ষিণেশ্বরগামী মেট্রো চলছে থেমে থেমে

Latest article