যাদবপুরের অধ্যাপকদের পদোন্নতি

Must read

প্রতিবেদন : নির্বাচনের শেষেই কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমস্ত বিভাগের অধ্যাপকদের পদোন্নতির প্রক্রিয়া শুরু করতে হবে। জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। যাদবপুরের (Jadavpur University) একটিমাত্র বিভাগেই ইউজিসি’র ২০১৮ সালের রেগুলেশন অনুযায়ী অধ্যাপকদের পদোন্নতির প্রক্রিয়া শুরুর অভিযোগ উঠেছিল। সেই নিয়ে মঙ্গলবার উচ্চশিক্ষা দফতরের চিঠি পেয়ে বুধবার বিকাশ ভবনে যান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ও সহ-উপাচার্য। তারপরেই ক্যাস-এর আওতায় যাদবপুরের সমস্ত বিভাগেই অধ্যাপকদের পদোন্নতির প্রক্রিয়া শুরু করার ছাড়পত্র মেলে উচ্চশিক্ষা দফতরের তরফে।

আরও পড়ুন-আপ্ত সহায়কের বাড়িতে পুলিশ যেতেই ওসিকে হুমকি হিরণের

Latest article