আপ্ত সহায়কের বাড়িতে পুলিশ যেতেই ওসিকে হুমকি হিরণের

Must read

সংবাদদাতা, ঘাটাল: প্রকাশ্যে পুলিশকে হুমকি হিরণের (Hiran Chatterjee)। যা নিয়ে ভোটের কয়েক ঘণ্টা আগে ফের বিতর্কে বিজেপি প্রার্থী। হিরণের বিরুদ্ধে অভিযোগ, ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপের তদন্তে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের (Hiran Chatterjee) আপ্তসহায়ক তমোঘ্ন দে’র বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হিরণ। এসে তিনি ঘাটাল থানার ওসির সঙ্গে বচসায় জড়ান এবং প্রকাশ্যেই হুমকি দেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টে নাগাদ ঘাটাল থানার পুলিশ খড়্গপুর শহরের তালবাগিচায় তমোঘ্ন দের বাড়িতে যায়। তমোঘ্ন খড়্গপুরের বিধায়ক তথা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আপ্তসহায়ক। ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তাঁর বাড়িতে যায় পুলিশ বাহিনী। খবর পেয়ে রাতেই তমোঘ্নর বাড়িতে ছুটে আসেন হিরণ। এরপরই তিনি ওসির সঙ্গে বচসায় জড়ান। বচসা চলাকালীন ওসিকে তিনি হুমকি দেন বলেও অভিযোগ। পুলিশ বলছে, দিন কয়েক আগে বিদায়ী সাংসদ তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের একটি অডিয়ো ভাইরাল হয়। সেই অডিয়োর তদন্ত নেমে পুলিশ জানতে পারে ভয়েস মডিউলেশনের মাধ্যমে তমোঘ্ন ওই অডিয়ো ছড়িয়ে দিয়েছিল। ঘটনায় তথ্য প্রযুক্তি ও প্রতারণা আইনে মামলা দায়ের করে ঘাটাল থানা। সেই ঘটনার তদন্তে এদিন ভোররাতে তমোঘ্নর বাড়িতে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। বুধবার সকাল পর্যন্ত তমোঘ্নর বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ।

আরও পড়ুন- বিরাট বিদায়, চেন্নাই যাচ্ছে রাজস্থান

Latest article