বানারহাট: মুখ্যমন্ত্রীর সফরের ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি (Accident) ঘটে লক্ষ্মীপাড়া চা-বাগান সংলগ্ন ৩১সি জাতীয় সড়কের পাশে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ পুলিশকর্মী এবং আরও ২ জন। আহতরা হলেন— পরেশ রসাইলি, বিক্রম থাপা, প্রদীপ সুব্বা, হরিপ্রসাদ গুরুং, সমীর লেপচা, ভীমপ্রসাদ শর্মা, তাইফুল ইসলাম, জীবন বিশ্বকর্মা, রাজেন তামাং। তাঁদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর সফরের ডিউটি করে ফিরছিলেন পুলিশকর্মীরা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায় গাড়িটি। দুর্ঘটনায় ৯ পুলিশকর্মী এবং দোকানে থাকা দু’জন আহত হন। খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শিলিগুড়ির (Siliguri) একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার (Accident) পর এলাকায় উত্তেজনা ছড়ায়। জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, তাঁরা সবাই কালিম্পংয়ের পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরের ডিউটি সেরে ফিরছিলেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: এবার আইপিএস ক্যাডার নীতি বদল?