বাবাই আমার সংগীতের প্রেরণা

Must read

স্নিগ্ধদেব সেনগুপ্ত : সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta) আমার বাবা। এই অহঙ্কার সারাজীবন আমার থাকবে। বাবাকে এত তাড়াতাড়ি হারাব ভাবিনি। তবু ২৩ জানুয়ারির পর থেকে আমরা পরিবারের সদস্যরা মানসিকভাবে তৈরি ছিলাম। অনেকেই বলেন, আমি কেন ফুটবলার না হয়ে সংগীতকে বেছে নিলাম। আসলে আমার বাড়িতেই গানবাজনার আবহ ছিল। আমি পাঠভবন স্কুলে পড়তাম। সেখানে সাংস্কৃতিক একটা বাতাবরণও ছিল। ফলে সংগীতের প্রতি ভালবাসা আগে থেকেই তৈরি হয়ে যায়। তাছাড়া বাবা যখন চুটিয়ে পেশাদার ফুটবল খেলছেন, তখন আমি খুবই ছোট। পরে বাবা ফুটবল থেকে অবসর নেওয়ার পর আমি অনেক বেশি করে কাছে পাই বাবাকে। আমার গান গাওয়ায় ওঁর পূর্ণ সমর্থন ছিল। কারণ, বাবাও তো ভাল তবলা বাজাতেন। ফুটবলের অবসরে গানবাজনায় সময় দিতেন। তাই আমাকে উৎসাহ দিতেন। সব থেকে বড় কথা, বাবা-ছেলের সম্পর্কটা আমাদের মধ্যে ছিল বন্ধুত্বের। ফলে আমাদের মধ্যে কোনও কিছু নিয়ে কখনও মতান্তর হয়নি। বাবাকে হারিয়ে আজ আমি সত্যিই বড় অসহায়বোধ করছি। (লেখক সুরজিৎ সেনগুপ্তের (Surajit Sengupta) পুত্র)

আরও পড়ুন: জুলুম, হুমকির অভিযোগে দ্রুত পুলিশি পদক্ষেপ

Latest article