জুলুম, হুমকির অভিযোগে দ্রুত পুলিশি পদক্ষেপ

লেক থানা এলাকার যোধপুর পার্কের একটি কফিশপে চাঁদার জন্য জুলুমের গুরুতর অভিযোগ উঠল স্থানীয় উৎসব কমিটির বিরুদ্ধে।

Must read

প্রতিবেদন : লেক থানা এলাকার যোধপুর পার্কের একটি কফিশপে চাঁদার জন্য জুলুমের গুরুতর অভিযোগ উঠল স্থানীয় উৎসব কমিটির বিরুদ্ধে। কফিশপটির কর্ণধারের অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। দ্রুত পদক্ষেপে প্রাথমিক ভাবে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও কফিশপটির বিরুদ্ধে ফুটপাথের একাংশ দখল করে রাখার অভিযোগ আগেই ছিল। স্থানীয় প্রশাসনের সঙ্গে এবিষয়ে আলোচনাও চলছিল। তার মধ্যেই ঘটল এই ঘটনা।

আরও পড়ুন-রাজ্য পুলিশেই আস্থা কমিশনের

তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করা হবে না। অভিযোগকারীর ন্যায় পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। পুলিশ-প্রশাসন নিরপেক্ষ ভাবে তদন্ত করে আইনি পদক্ষেপ করবে। ঘটনার সূত্রপাত, বুধবার রাতে। একটি জলসার জন্য মোটা অঙ্কের চাঁদার দাবিতে ওই কফিশপে ১০-১২ জন চড়াও হয়। হেনস্তা করা হয় কফিশপের মহিলা কর্ণধারকে। অভিযোগ, টাকা না-দিলে কফিশপে ভাঙচুর চালানোর হুমকিও দেয় ওই যুবকরা।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলি-বোমা

বুধবার রাতেই লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এদিকে থানা থেকে বেরোতেই ওই তরুণীকে ফের ওই যুবকরা ঘিরে ধরে। এরপর লেক থানায় ফোন করলে পুলিশ এসে ওই তরুণী ও তাঁর বন্ধুদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। রাজ্য মহিলা কমিশনেরও দ্বারস্থ হয়েছেন অভিযোগকারিণী। মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় অভিযোগ শুনেই লেক থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই শহর আমাদের ভীষণ নিরাপদ জায়গা।

যদি কোথাও কোনও নিরাপত্তার অভাব হয় সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো উচিত। এই কেসটার তদন্ত রিপোর্টও চাইব, প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিও করব। একই কথা শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফেও। পুলিশি তৎপরতা শুরু হতেই যোধপুর পার্কের এই উৎসব বাতিল করা হয়েছে।

Latest article