স্কুলছাত্রকে পিষে দিয়েও নির্বিকার, নিজের গাড়ি দেখতে ব্যস্ত বিজেপি সাংসদ

Must read

প্রতিবেদন : চরম অমানবিকতা ও নিষ্ঠুরতার পরিচয় দিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরিশ দ্বিবেদী (BJP MP Harish Dwivedi)। শনিবার সাংসদের গাড়ি পিষে দেয় ৯ বছরের এক স্কুলছাত্রকে। অভিযোগ, দুর্ঘটনার পর সাংসদ ওই শিশুটিকে উদ্ধারের চেষ্টা না করে নিজের গাড়ির কোনও ক্ষতি হয়েছে কি না, তা দেখতেই ব্যস্ত হয়ে পড়েন। সাংসদের এই চরম অমানবিক কাজের ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে গেরুয়া সাংসদের (BJP MP Harish Dwivedi) তীব্র সমালোচনা শুরু হওয়ায় শেষ পর্যন্ত রবিবার সাংসদ হরিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তবে এফআইআর দায়ের করলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে মৃতের পরিবারের অভিযোগ। সূত্রের খবর, বিজেপি সাংসদ হরিশের গাড়িচালকের বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং গাফিলতির জেরে মৃত্যু ঘটানোরও অভিযোগ আনা হয়েছে। বস্তি সদরের সার্কল অফিসার অলোক প্রসাদ জানিয়েছেন, শনিবার বস্তি জেলায় পটেলচকের কাছে বসিয়া গ্রামে সাংসদ হরিশ দ্বিবেদীর এসইউভির ধাক্কায় অভিষেক রাজভড় নামে এক স্কুলছাত্র গুরুতর জখম হয়। দুর্ঘটনার সময় সাংসদ ওই গাড়িতে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গেই ওই আহত ছাত্রকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানে চিকিৎসাধীন চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর সাংসদ গাড়ি থেকে নেমে আসেন। তবে আহত ছাত্রটিকে উদ্ধারের জন্য নয়। তিনি নিজের গাড়িটির কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষা করে দেখছিলেন। এ ঘটনায় সাংসদের গ্রেফতারির দাবি তুলেছেন ওই নাবালকের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন-ব্যাঙ্কের টাকা গরিবরা আত্মসাৎ করেনি, মুদ্রা যোজনাতেই সর্বনিম্ন অনাদায়ী ঋণ

Latest article