নীরজের নজরে আজ ৯০ মিটার

দোহার ইভেন্টে নীরজের লক্ষ্য, ৯০ মিটার জ্যাভলিন ছুঁড়ে নতুন কীর্তি গড়া। ভারতীয় তারকার ব্যক্তিগত সেরা থ্রো ৮৯.৯৪ মিটার।

Must read

দোহা, ৪ মে : আজ শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে নামছেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিটের চলতি মরশুমে এটাই প্রথম প্রতিযোগিতা। দোহার ইভেন্টে নীরজের লক্ষ্য, ৯০ মিটার জ্যাভলিন ছুঁড়ে নতুন কীর্তি গড়া। ভারতীয় তারকার ব্যক্তিগত সেরা থ্রো ৮৯.৯৪ মিটার।

আরও পড়ুন-মধ্যরাতের বর্বরতা পদক ফেরানোর ভাবনা

নতুন প্রতিযোগিতায় নামার আগের দিন নীরজ সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন, তিনি মরশুমের প্রথম প্রতিযোগিতাতেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। বলেছেন, ‘‘৯০ মিটার থ্রোয়ের জন্য বিখ্যাত দোহা। আশা করি শুক্রবার সবার জন্য দারুণ একটা রেজাল্ট হবে।’’
গত বছর পুরো ফিট না-থাকায় ডায়মন্ড লিগে নামতে পারেননি নীরজ। তবে এবার শারীরিক ও মানসিকভাবে খুব ভাল জায়গায় রয়েছেন ভারতের সোনার ছেলে। বলেছেন, ‘‘গত বছর ৯০ মিটার থেকে মাত্র ৬ সেন্টিমিটার পিছিয়ে ছিলাম। আশা করি, এই বছর লক্ষ্যপূরণ হবে। তবে আমি নিজেকে চাপে ফেলতে চাই না। ৯০ মিটারের ক্লাব বিশ্ব জ্যাভলিনে কুলিন পর্যায়ের। আশা করি, এই ক্লাবের সদস্য এবার হতে পারব।’’

Latest article