৯০০ কোটির দুর্নীতি, জড়াল কেন্দ্রীয় মন্ত্রীর নাম

মোদি সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী দুর্নীতির মামলায় জড়িয়ে পড়ে ছুটেছেন আদালতে। রাজস্থান হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি

Must read

প্রতিবেদন : বড় মাপের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে। মোদি সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী দুর্নীতির মামলায় জড়িয়ে পড়ে ছুটেছেন আদালতে। রাজস্থান হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। মোদি সরকার যখন ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে বিরোধী নেতাদের হেনস্তা করে বেড়াচ্ছে, সে সময়েই তাঁরই মন্ত্রিসভার এক সদস্যের বিরুদ্ধে ওঠা দুর্নীতির এই অভিযোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-হিন্ডেনবার্গের রিপোর্টের পর ডরসির সংস্থার শেয়ারে ধস

কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবীরা চেষ্টা চালাচ্ছেন যাতে এই মামলার দ্রুত শুনানি হয়। কারণ আদালত যদি কেন্দ্রীয় মন্ত্রীকে আগাম জামিন না দেয়, সেক্ষেত্রে রাজস্থানের কংগ্রেস সরকার তাঁকে জেলে পুরতে পারে। সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমানতকারীদের ৯০০ কোটি টাকা মেরে দেওয়ার অভিযোগ রয়েছে। এই বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির ঘটনায় শেখাওয়াতের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন-অস্কারজয়ী নারীরা

এই মামলা প্রসঙ্গে কয়েকদিন আগে মরুরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির আর্থিক প্রতারণার মামলায় গজেন্দ্র সিংয়ের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই গোয়েন্দা দফতরের চার্জশিটে কেন্দ্রীয় মন্ত্রীর নাম অবশ্যই থাকবে। খুব শীঘ্রই এই চার্জশিট পেশ করা হবে।

Latest article