প্রতিবেদন : মাছ-মাংসের মান খারাপ, স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে পচা জিনিস। এমন অভিযোগ আসতেই ব্যবস্থা নিল মিরিক পুরসভা। প্রশাসক বোর্ড বসিয়ে এই সমস্যা সমাধানের কড়া পদক্ষেপ নিলেন পুরসভার মুখ্য পুরপ্রশাসক লালবাহাদুর রাই। এক নির্দেশিকায় মুখ্য পুরপ্রশাসক জানিয়েছেন, প্রতিদিন সকালে পুরসভার স্যানিটারি এবং ফুড ইন্সপেক্টর প্রতিটি বাজারে গিয়ে মাছমাংসের গুণমান পরীক্ষা করবেন। এই জন্য বিশেষ টিমও তৈরি করা হয়েছে।
আরও পড়ুন-নেতৃত্বে কাকলি, শুরু ২১-এর প্রস্তুতি
কোথায় কত মজুত রয়েছে তা দেখবেন। তারপরই বাজার থেকে মাছ এবং মুরগির মাংস বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা। দিনের ব্যবসা শেষে পুরসভার কাছে মজুত এবং বিক্রির হিসাবও দিতে হবে। পুরসভার এই সিদ্ধান্তে খুশি মিরিকবাসী। উল্লেখ্য, বুধবার শহরে অবৈধ নির্মাণ ভাঙা শুরু করেছে পুরসভা। গোটা মিরিকে সমস্ত বেআইনি নির্মাণ, সরকারি জমি দখলমুক্ত করার কথা বলেছেন প্রশাসক। যেভাবে মিরিক শহরে অবৈধ নির্মাণ এবং রাস্তা দখল হয়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করছিলেন। অবশেষে পুরসভা পদক্ষেপ করায় খুশির হাওয়া মিরিকে