আকাশছোঁয়া বিদ্যুতের বিল একাধিক স্কুলে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই অপচয় রুখতে পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নড়েচড়ে বসল স্কুল শিক্ষা দফতর। প্রত্যেক জেলায় স্কুল পরিদর্শকদের সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দেওয়া হল।

Must read

প্রতিবেদন : স্কুল ছুটি থাকলেও আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল (electricity bill) এসেছে স্কুলগুলিতে। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন স্কুল ও সরকারি দফতরে বিদ্যুতের অপচয় কমাতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নড়েচড়ে বসল স্কুল শিক্ষা দফতর। প্রত্যেক জেলায় স্কুল পরিদর্শকদের সারপ্রাইজ ভিজিট করার নির্দেশ দেওয়া হল।

আরও পড়ুন-মাছ-মাংসের মান যাচাই করে বিক্রির ছাড়পত্র পুরসভার

স্কুল শিক্ষা দফতর নির্দেশ দিয়ে প্রতি জেলার স্কুল পরিদর্শকদের বলেছে, দেখা গিয়েছে স্কুল ছুটি হওয়ার পরেও একাধিক স্কুলে অকারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। অকারণে যাতে বিদ্যুৎ অপচয় না হয় সেই জন্য স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের অনুরোধ করতে বলা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের কমিশনার ডিআইদের চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন, বিদ্যুৎ অপচয় রুখতে স্কুলে স্কুলে গিয়ে সারপ্রাইজ ভিজিট করতে হবে। এরপর কোন কোন স্কুলে এই ভিজিট করা হয়েছে তার রিপোর্ট কমিশনকে জমা দিতে হবে।

আরও পড়ুন-নেতৃত্বে কাকলি, শুরু ২১-এর প্রস্তুতি

শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ২৭ জুন পর্যন্ত থাকবে। যদিও স্কুলগুলি থেকে জওয়ানদের স্থানান্তরিত করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। জওয়ানরা থাকাকালীনও স্কুলের ইলেকট্রিক বিল বেশি আসার অভিযোগ উঠেছিল। তাই এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই এবার তৎপর হল স্কুল শিক্ষা দফতরও।

Latest article