সংবাদদাতা, পুরুলিয়া : যে পরিষেবা পাওয়ার কথা স্বপ্নেও ভাবেননি রুখাশুখা পুরুলিয়ার অধিবাসীরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় সেই পরিষেবাই এবার তাঁদের নাগালের মধ্যে। শহর পুরুলিয়ায় ইতিমধ্যে কয়েক হাজার বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। আরও ৬ হাজার বাড়িতে শিগগিরই জলের সংযোগ দেওয়া হবে। পুরুলিয়ার পুর প্রশাসক চেয়ারম্যান নবেন্দু মাহালি জানান, ডিসেম্বরের মধ্যেই ৬ হাজার আবেদনকারীর বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে। শহর পুরুলিয়ায় ব্রিটিশ যুগেই নলবাহিত পানীয় জল সরবরাহ শুরু হয়। কিন্তু হাতে গোনা কয়েকটি বিশিষ্ট বাড়ি ছাড়া কোনও সাধারণ পরিবার জলের সংযোগ পায়নি। রাস্তার কল থেকে জল নিতে হত সকলকে। গরমকালে কংসাবতী নদী শুকিয়ে গেলে জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়ত। তখন ভিস্তিদের কাছ থেকে নগদ দামে টিনভর্তি সাহেব বাঁধের জল কিনতে হত শহরবাসীকে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই কংসাবতী নদীর ধারে ইনফিল্ট্রেশন গ্যালারি করে জল জমিয়ে রাখার ব্যবস্থা করা হয়। শহরে জল সরবরাহ বাড়ানোর জন্য ঢেলে সাজা হয় পাইপ লাইন। গড়া হয় সাতটি নতুন ওভারহেড ট্যাঙ্ক। এর পরই পুরসভা বাড়ি বাড়ি জল সংযোগ দেওয়া শুরু করে। মুখ্যমন্ত্রীই বাড়ির সংযোগ দিতে নির্দেশ দিয়েছিলেন। পুরপ্রধান বলেন, আমরা কয়েকটি বিশেষ সমস্যার কারণে দ্বিতীয় দফার সংযোগ সময়মতো দিতে পারিনি। পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। শিগগিরই অপেক্ষমাণ সবাইকে জলের সংযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখে শহরবাসীরও বক্তব্য, আমরা জানি মুখ্যমন্ত্রীর কথামতো সব বাড়িতে জলসংযোগ হবেই।