অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : সাংসদ তহবিলের টাকা আটকে রেখে পশ্চিমবঙ্গের প্রতি গায়ের জ্বালা মেটাচ্ছে মোদি সরকার। দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হলেন আসানসোল নগর নিগমের প্রশাসকমণ্ডলীর প্রধান অমরনাথ চট্টোপাধ্যায়। বলেন, ‘কেন্দ্র যদি সত্যিই উন্নয়ন চাইত সাংসদ তহবিলের টাকা আটকে রাখত না! এই মুহূর্তে আসানসোল লোকসভা কেন্দ্রে কোনও সাংসদ না থাকলেও সাংসদক্ষেত্র রয়েছে। বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়েছেন বলে তো আসানসোলের উন্নয়ন রুদ্ধ হতে পারে না। কেন্দ্রের উচিত বাবুলের এমপি ল্যাডের টাকা অবিলম্বে এডিডিএ কিংবা আসানসোল পুরনিগমের হাতে তুলে দেওয়া।’ অমরনাথের অভিযোগ, করোনার অজুহাতে কেন্দ্র সাংসদ উন্নয়ন খাতের বরাদ্দ বছরে ৫ কোটি টাকা দীর্ঘদিন বন্ধ রেখে প্রকৃত অর্থে উন্নয়নকেই স্তব্ধ করতে চেয়েছে। এলাকার উন্নয়ন বন্ধ থাকলেও সেন্ট্রাল ভিস্টা গড়ার কাজ বন্ধ রাখেনি! তার টাকা কোথা থেকে আসছে? করোনাকালে কেন্দ্র একটিও টাকা না দেওয়ায় বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই বন্ধের মুখে। উত্তরপ্রদেশ-সহ যেসব রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন, বেছে বেছে সেই সব বিজেপি-শাসিত রাজ্যে মুক্তহস্তে টাকা বিলোচ্ছে কেন্দ্র।