বাড়ি বাড়ি পৌঁছবে আর্সেনিকমুক্ত জল

Must read

সংবাদদাতা, মালদহ : বাড়ি বাড়ি পৌঁছে যাবে আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল। উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রী, বিধায়ক ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের  বৈঠক হয়েছে। বৈঠকে মালদহের প্রতিটি বাড়িতেই আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছনোর ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের মধ্যে পরিস্রুত পানীয় জল ও ২০২৪ সালের মধ্যে আর্সেনিকমুক্ত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছনোর ব্যাবস্থা করবে রাজ্য সরকার। গঙ্গা ও ফুলহার নদীর জল আধুনিক ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিস্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। জেলায় মোট ১৫০টি প্ল্যান্ট তৈরি হবে। তার মধ্যে কালিয়াচক ১,২ ব্লকে ১০১টি প্ল্যান্ট বসবে বলে জানা গেছে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। দ্রুত কাজ শুরু করে মানুষের বাড়িতে পরিস্রুত পানীয় জল ও বাড়ি বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করবে রাজ্য সরকার। এমনকী আর্সেনিক কবলিত এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জল ২০২৪ সালের মধ্যে পৌঁছনোর জন্য বদ্ধপরিকর প্রশাসন। এছাড়াও মালদহ জেলায় একাধিক প্রকল্পের জন্য রাজ্য সরকার মোট ৬০২ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এ বিষয়ে সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, ২০২৪ সালের মধ্যে মালদহ জেলায় প্রতিটি মানুষের বাড়িতেই পরিস্রুত পানীয় জল পৌঁছবে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার।

Latest article