বিজেপি বিরোধী মুখ হয়ে উঠতে পারেন মমতাই, তিনি দীর্ঘদিনের সতীর্থ: সাক্ষাতের পরে মন্তব্য কমলনাথ-আনন্দের

Must read

বিজেপি বিরোধী মুখ হয়ে উঠতে পারেন মমতাই, তিনি দীর্ঘদিনের সতীর্থ- সাক্ষাতের পরে মন্তব্য করলেন কংগ্রেসের দুই নেতা কমলনাথ এবং আনন্দ শর্মা। মঙ্গলবার, দুপুর দুটো নাগাদ দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দুই কংগ্রেস নেতা। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মমতার।

আরও পড়ুন-লক্ষ্য ২০২৩: ১৬ অগাস্ট ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস!

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমলনাথ জানান, “অনেকদিন পর আমাদের পুরনো সহকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলাম। বিশেষ কোনো রণকৌশল বা রাজনীতি আলোচনা এখানে হয়নি। সেটা শীর্ষ নেতৃত্ব করবেন। কিন্তু বর্তমানে দেশের যা পরিস্থিতি আশেপাশের যা পরিস্থিতি তা নিয়ে আলোচনা হয়েছে।” তবে রাজনৈতিক বিষয়ে যা আলোচনা তা কংগ্রেসের হাইকমান্ড সোনিয়া গান্ধীর সঙ্গে বুধবার হবে বলে জানান কমলনাথ। দেশের বিজেপি বিরোধী শক্তির মুখ কি মমতা? এ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিকে হারানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে।

আরও পড়ুন-মানা হচ্ছে না বিধিনিষেধ, সিপি-এসপিদের কড়া নজরদারির নির্দেশ রাজ্যের মুখ্যসচিবের

এরপরেই বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মা। সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে তাঁদের। তবে রাজনীতির বিষয়ে যা কথা তা সোনিয়া গান্ধী বলবেন বলে জানান আনন্দ শর্মাও। বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে।

 

Latest article