লক্ষ্য ২০২৩: ১৬ অগাস্ট ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস!

Must read

তেইশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। একুশে জুলাই পালন থেকে শুরু করে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা তৃণমূল। ইতিমধ্যেই সে রাজ্যে চলে গিয়েছে প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। বিজেপির বাধা-বিপত্তির মধ্যেও শুরু হয়েছে সমীক্ষা। এবার ১৬ অগাস্ট পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও খেলা হবে দিবস পালনের ঘোষণা করল প্রদেশ নেতৃত্ব।

আরও পড়ুন-মানা হচ্ছে না বিধিনিষেধ, সিপি-এসপিদের কড়া নজরদারির নির্দেশ রাজ্যের মুখ্যসচিবের

২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর ১৬ অগাস্ট পশ্চিমবঙ্গে পালিত হবে “খেলা হবে দিবস’’। এবার সেই পথেই ত্রিপুরাতেও একইদিনে “খেলা হবে” কর্মসূচি পালন করার কথা ঘোষণা করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এক ভিডিও বার্তায় ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ বলেছেন, ‘‘২১ জুলাই আমাদের দলের সু্প্রিমো মমতাদি খেলা হবে দিবস ঘোষণা করেছেন। এমন ঘোষণার পর ছাত্র-যুবদের মধ্যে দরুণ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাই আমরা ঠিক করেছি, আগামী ১৬ অগস্ট ত্রিপুরার পাহাড় থেকে সমতল খেলা হবে দিবস পালন করব।’’

আরও পড়ুন-ভোটে হেরে বিজেপি নেতারা চিনতেই পারছেন না কর্মীদের!

জানা গিয়েছে, ত্রিপুরার বিভিন্ন জেলা ও শহরে ১৬ অগাস্ট বিভিন্ন ক্লাবে ফুটবল বিতরণ করবেন সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা। ওই দিন সে রাজ্যের তৃণমূল নেতৃত্বের উদ্যোগে বেশ কিছু ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আশিসলাল সিং। ত্রিপুরা রাজ্য সভাপতি আরও বলেন, ‘‘তেইশের বিধানসভাকে পাখির চোখ করে খেলা তো ত্রিপুরার শুরু হয়ে গিয়েছে। সেই খেলার গতি আরও বাড়িয়ে দেওয়ার জন্যই ১৬ অগাস্টকে বেছে নিয়েছি আমরা।’’

Latest article