মানা হচ্ছে না বিধিনিষেধ, সিপি-এসপিদের কড়া নজরদারির নির্দেশ রাজ্যের মুখ্যসচিবের

Must read

করোনা নিয়ন্ত্রণে আনতে রাজ্যে চলছে বেশ কিছু বিধিনিষেধ। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। এই প্রবণতা লক্ষ্য করেই পুলিশ কমিশনার এবং জেলার এসপি-দের কড়া হতে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। করোনা বিধি নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন তিনি। বিধি ভাঙলে কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন-ভোটে হেরে বিজেপি নেতারা চিনতেই পারছেন না কর্মীদের!

হোটেল, রেস্তোরাঁ, দোকানপাঠ কেউই নিয়ম মানছে না। কড়াভাবে মানতে হবে কোভিড বিধি’। শুধুমাত্র নাকা চেকিং-ই নয়, সীমান্তের নজরদারিও বাড়ানোর নির্দেশ দিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁর আশঙ্কা, ‘এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে’।

আরও পড়ুন-হোটেলেই ‘বন্দি’ প্রতিনিধিরা, আইপ্যাক কাজ চালাবে ত্রিপুরায় থেকেই

গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত করোনা বিধি মানা হচ্ছে না। বেশিরভাগ জেলাতেই বিধিভঙ্গের অভিযোগ উঠছে। বিধি ভাঙছে হোটেল-রেস্তোরাঁগুলিও। এই বিষয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি, আবগারি বিভাগকে নাকা তল্লাশিতে জোর দিতে বলেছেন মুখ্যসচিব।

 

Latest article