মুম্বই, ১৯ নভেম্বর : ক্রিকেট দুনিয়া তাঁকে চেনে ৩৬০ ডিগ্রি শটের মালিক হিসাবে। বাইশ গজে অবিশ্বাস্য সব অ্যাঙ্গেলে শট নিতেন এবি ডিভিলিয়ার্স। এখন নিতেনই বলতে হবে। শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার।
আরসিবির হয়ে একসঙ্গে খেলার সুবাদে এবির সঙ্গে বিরাট কোহলির নিবিড় বন্ধুত্বের কথা সবাই জানে। বন্ধুর ক্রিকেট থেকে পাকাপাকিভাবে সরে যাওয়ার খবরে একটা আবেগপূর্ণ ট্যুইট করেছেন বিরাট। তাতে তিনি লিখেছেন, ‘তুমি আমাদের সময়ের সেরা প্লেয়ার। আমি যতজনের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে সবথেকে প্রেরণাদায়ক মানুষ তুমি। তুমি যা করেছ তাতে গর্ব অনুভব করতে পারো।’
আরও পড়ুন : AB deviliers : আর ক্রিকেট নয়, ঘোষণা এবি-র
এরপর এবিকে নিজের ভাই সম্বোধন করে তিনি আরও লিখেছেন, ‘আমাদের সম্পর্ক খেলার মাঠ ছাড়িয়ে তার বাইরেও ছড়িয়ে পড়েছিল। আর সেটাই থেকে যাবে চিরকাল।’ বিরাট লিখেছেন, এবির ক্রিকেট থেকে সরে যাওয়ার খবরে তিনি আঘাত পেয়েছেন। কিন্তু তিনি জানেন, এবি নিজের ও পরিবারের জন্য সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। সবশেষে বন্ধুর উদ্দেশে বিরাট লিখেছেন, ‘আমি তোমাকে ভালবাসি।’
তাঁদের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠেছিল আরসিবির হয়ে খেলার সময়। এবি আরসিবির হয়ে ১৪৫ ইনিংসে ৪৫২২ রান করেছেন। আর ৬৭০৭ রান নিয়ে আরসিবির হয়ে সবথেকে বেশি রান করেছেন বিরাট। পরের আইপিএলে আরসিবি নিশ্চয়ই রেখে দেবে বিরাটকে। কিন্তু বিরাট আর ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন না। এরপর এবিও অবসর নেওয়ায় বেঙ্গালুরু দলের মিডল অর্ডারে গভীর শূন্যতার সৃষ্টি হল। এবার কে এবির জায়গা ভরাবেন, সেটাই এখন বড় প্রশ্ন।