AB deviliers : আর ক্রিকেট নয়, ঘোষণা এবি-র

Must read

জোহানেসবার্গ, ১৯ নভেম্বর : সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এবি ডি’ভিলিয়ার্স। ট্যুইটারে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

৩৭ বছরের ডি’ভিলিয়ার্স লিখেছেন, ‘‘বাড়ির পিছনে আমার বড় দাদাদের সঙ্গে খেলার দিন থেকে আমি প্রচুর উৎসাহ নিয়ে ক্রিকেট খেলেছি। কিন্তু ৩৭ বছর বয়সে এসে দেখছি, উৎসাহের সেই শিখা আর উজ্জ্বল দেখাচ্ছে না। কিন্তু এটাই বাস্তব। আমি মেনে নিচ্ছি। তাই আমি আজ এই সিদ্ধান্তের কথা জানাচ্ছি। ক্রিকেট বরাবরই আমার প্রতি সদয় থেকেছে। তা সে টাইট্যানসের হয়ে হোক বা প্রোটিয়া কিংবা আরসিবির হয়ে খেলার সময়। কিন্তু এখন বুঝতে পারছি আমার সময় পার হয়ে গিয়েছে।” তাঁর সময়কালে অন্যতম সেরা ব্যাটসম্যান ডি’ভিলিয়ার্স।

আরও পড়ুন : Mamata Banarjee: অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

যিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮-র এপ্রিলে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ। তার আগে সেঞ্চুরিয়নে ভারতের বিরুদ্ধে ডি’ভিলিয়ার্স শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন। তাঁর শেষ টি-২০ ম্যাচ ২০১৭-র ২৯ নভেম্বর। শুক্রবার পরপর ট্যুইট করে নিজের ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন তিনি।

এরপর ডি’ভিলিয়ার্স যোগ করেছেন, এসবই সম্ভব হত না যদি তাঁর পরিবার, বাবা-মা, ভাইয়েরা, স্ত্রী ড্যানিয়েলা ও সন্তানরা পাশে না থাকতেন। এবার তিনি এমন জীবনের দিকে তাকিয়ে আছেন, যেখানে এদেরই সামনে রাখবেন। সবশেষে ডি’ভিলিয়ার্স তাঁর সতীর্থ, প্রতিপক্ষ খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া দক্ষিণ আফ্রিকা, ভারত ও পৃথিবীর সর্বত্র, যেখানে তিনি খেলেছেন, সব জায়গায় সবার সমর্থন পেয়েছেন বলেও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Latest article